Saturday, June 4, 2016

নিজের ফেক NID,college id,police id,facebook id তৈরি করুন খুব সহজে latest version!!!(last update 4June 2016)

আসসালামু আলাইকুম,
আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল।লাগবে টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য।
কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া।
আমার টিউন শুরু করছি।
এবার আপনি নিজে আপনার ফেইক Nation id,Facebook id,police id,student id তৈরি করে সবাই কে চমকে দিন।
(last update 4june 2016)
হ্যাঁ আপনি ঠিক ই শুনেছেন এখন আপনি নিজের আপনার আইডি কার্ড তৈরি করতে পারবেন।দেখে নিন
App Name :Fake Id generate
size:5mb

আমাদের অনেকেই আছেন যার আইডি কার্ড নেই।কিন্তু আইডি কার্ড থাকা ভাল।অনেক সময় ফেসবুকে আইডি কার্ড ভেরিফিকেশ এ পড়ে।আপনি তো নিজের আইডি কার্ড দিবেন না।আপনি তখন এখান থেকে ফেইক আপডি বানিয়ে জমা দিতে পারবেন।
তাড়াছা আপনি নিশ্চয় চাইবেন আপনার একটি Student id থাকুক আপনি সেটা ও বানিয়ে নিতে পারবেন।তাছাড়া পুলিশের আইডি তাও বানাতে পারবেন।
এটি ব্যবহার করা একদম সহজ জাস্ট অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করে নিন ওপেন করুন।আপনি কিসের আইডি বানাতে চান সেটা সিলেক্ট করুন।এবং ইনফরমেশন গুলা দিন কাজ শেষ হয়েগেল ফেইক আইডি

Download link:click here

[[N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে  Download এ ক্লিক করবেন]]
কেমন লাগল জানাবেন কোন সমস্যা হলে টিউমেন্ট করেন পরে আবার অন্য কোন টিউন নিয়ে হাজির হব।টিউন টি শেয়ার করতে ভুলবেন না।ভাল থাকুন।আল্লাহ হাফেজ।

Friday, June 3, 2016

স্মার্টফোনের চার্জ ধরে রাখার ৮টি গুরুত্তপূর্ন টিপ্স 100%কাজে লাগবে

ব্যাটারির চার্জ সাশ্রয়ের জন্য বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনও রয়েছে। তবে এর বাইরেও স্মার্টফোন ব্যবহারের কিছু নিয়ম আছে, যেগুলো মেনে চললে কিছুটা সাশ্রয় করতে পারবেন ব্যাটারির চার্জ। এসব পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে।


১. ডিসপ্লের ঔজ্জ্বল্য কমিয়ে ফেলুন এটা হয়তো অনেকেই জানেন এবং প্রয়োগ করে থাকেন। যাঁরা এখনো এই কাজটা করেন না, তাঁরা ডিসপ্লের ঔজ্জ্বল্য বা ব্রাইটনেস কমিয়ে রাখা শুরু করুন। এ পদ্ধতি ল্যাপটপ, ট্যাবের ক্ষেত্রেও প্রযোজ্য।

২. কালো ওয়ালপেপার ব্যবহার করুন
অ্যামোলেড স্ক্রিনের ফোনে কালো বা এ ধরনের রঙের ওয়ালপেপার ব্যবহার করলে চার্জ কম খরচ হয়। কারণ, অ্যামোলেড স্ক্রিনের আলো খরচ হয় বিভিন্ন রঙের পেছনে। তাই যত রঙিন ওয়ালপেপার দেওয়া হবে, আলোর খরচ বাড়বে, সে সঙ্গে চার্জও খরচ হবে।

৩. লো-পাওয়ার মোড আপনার ফোনে যদি অ্যানড্রয়েড ৫ দশমিক শূন্য বা এর পরের ভার্সনের অপারেটিং সিস্টেম থাকে, তাহলে আপনার কপাল ভালো। কারণ, ফোনের চার্জ ১৫ শতাংশের কম হলেই এসব অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে লো-পাওয়ার মোড চালু হয়ে যায়। অ্যানড্রয়েড অপারেটিংয়ের মার্শম্যালো ভার্সনে রয়েছে ‘ডোজ’ নামে একটি নতুন ফিচার। স্মার্টফোনের চার্জ কমে গেলে এই ফিচার ফোনটিকে স্বয়ংক্রিয়ভাবে হাইবারনেশন মোডে নিয়ে যায় আর অনেকক্ষণ ধরে অব্যবহৃত অবস্থায় থাকা অ্যাপগুলো বন্ধ করে দেয়।

৪. লক স্ক্রিন নোটিফিকেশন চালু করুন স্মার্টফোনের চার্জ বাঁচানোর আরেকটি ভালো বুদ্ধি হচ্ছে লক স্ক্রিন নোটিফিকেশন চালু করে রাখা। এতে বারবার আপনাকে লক খুলে নোটিফিকিশেন দেখতে হবে না। ফলে চার্জ কম খরচ হবে।

৫. ব্যবহারের পর অ্যাপস বন্ধ করুন ঠিকমতো বন্ধ না করার কারণে অনেক সময় বিভিন্ন অ্যাপস চালু থাকে, যেটা অনেকে খেয়াল করেন না। বিশেষ করে জিপিএস ও ওয়াই-ফাইয়ের ক্ষেত্রে এ ব্যাপারটা বেশি ঘটে। আর এ দুটি অ্যাপস চালু থাকলে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। তাই কাজ শেষ হওয়ার পর অ্যাপস বন্ধ করুন।

৬. অ্যাপস ডাউনলোড ও আপডেট অ্যাপস ডাউনলোড ও আপডেটের ক্ষেত্রে ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করুন। মোবাইলের ডাটা ব্যবহার করলে চার্জ বেশি খরচ হবে, এ ছাড়া সময়ও যাবে বেশি। সে ক্ষেত্রে দ্রুতগতির ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করলে তাড়াতাড়ি অ্যাপসগুলো ডাউনলোড ও আপডেট হয়ে যাবে। মোবাইলের চার্জও কম খরচ হবে।

৭. এয়ারপ্লেন মোড চালু করুন স্মার্টফোনটি এয়ারপ্লেন মোডে থাকলে সব ধরনের ওয়ার‍লেস ফিচার বন্ধ হয়ে যায়। এতে ফোনের চার্জ কম খরচ হয়।

৮. আসল ব্যাটারি ব্যবহার করুন স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেলে আসল ব্যাটারি ব্যবহারের চেষ্টা করুন। এতে আপনার ফোন ভালো থাকবে এবং চার্জও থাকবে অনেকক্ষণ।

নিয়ে নিন Android এর জন্য বেষ্ট স্ক্রিন রেকর্ডার অ্যাপ টি root+unroot সবার জন্য ভাল না লেগে উপায় নেই(last update 3May 2016)

এখন আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি screen recorder অ্যাপ।সব থেকে বেশি রেটিং পেয়েছে এই অ্যাপ টি।আর সব থেকে বড় কথা এটা ব্যাবহার করার জন্য আপনাকে ফোন রুট করতে হবে না।আজকেই আপডেট হয়েছে অ্যাপ টি latest+premium+cracked version (last update 3May 2016)
App name:best screen recorder pro
size:5mb
আমরা দেখে থাকি যত ভাল স্ক্রিন রেকর্ডার আছে সে গুলা রুট ব্যাবহার কারীদের জন্য।আন রুট ব্যাবহার কারীদের জন্য তেমন কোন ভাল অ্যাপ নাই।
কিন্তু আজ আপনাদের জন্য যে স্ক্রিন রেকর্ডার টা নিয়ে এসেছি সেটা ব্যাবহার করার জন্য আপনাকে ফোন রুট করতে হবে না।
রুট ব্যাবহার কারীরা ও এই অ্যাপ টি ব্যাবহার করে দেখুন এর থেকে ভাল অ্যাপ পাবেন না।
ব্যাবহার করা খুব সহজ অ্যাপ টি এক ক্লিকে রেকর্ড শুরু হয়ে যাবে।আপনি সেটিং থেকে ইচ্ছা মত রেজুলেশন সেট করতে পারবেন।
খুব স্টাইলিশ।আপনি ভিডিও edit ও করতে পারবেন এটি দিয়ে।আরো অসাধারণ সব ফিচার আছে ব্যাবহার করে দেখুন।
 Download link: : click here

(N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে Download এ ক্লিক করবেন)

[Root][Xposed] Appinfo তে Show হবে Play Store Link বাটন ( না দেখলে মিস ) – by Rabbi Sarkar

[Root][Xposed] Appinfo তে Show হবে Play Store Link বাটন ( না দেখলে মিস ) – by Riadrox

Introduction

সিম্পল জিনিসগুলো আসলেই ভালো হয়। তাই হয়ত এই এপসটি এত সিম্পল হলেও কাজের।
মাত্র ৬ কেবির এই Xposed Module টি Already ইনস্টলড এপের নিচে প্লেস্টোর এর লিংক বাটন এনে দিবে।
এর মাধ্যমে আপনি ইনস্টল করা এপগুলোর প্লেস্টোর র্যাংকিং, আপডেট সহজেই নিয়ন্ত্রন করতে পারবেন।
, , , , , ,

Playstore Link Button

## আপনি যেন সহজেই বুঝতে পারেন এইজন্য নিচে স্ক্রিনশট দেওয়া হলঃ

পূর্বের অবস্থাঃ

মডিউল ইনস্টল করার পরবর্তী অবস্থাঃ

, , , , , , ,
, , ,
, , ,

যা যা লাগবে

# Xposed Installer (500kb)
# Xplosed Play Store link button (6kb)

কার্যপদ্ধতি

## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।
## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।
## এবার Reboot চাইবে। Cancel করুন।
## এখন Xplosed Play Store link button ইনস্টল করুন।
## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং Xplosed Play Store link button তে টিক দিন।
## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।
## রিবুট হলে যেকোনো এপের Appinfo তে ঢুকুন। আর ম্যাজিক দেখুন।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।

এখন থেকে আপনার মোবাইল নম্বর গোপন রেখে ফোন করুন সকল নম্বরে একটি ছোট আপ্স দারা সাইজ মাত্র 2.7 mb.

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভাল আছি,।সবার সুস্থতা কামনা করে আমি সুরু করছি।

হে’দ লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি।বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। একবার ভুল করে হলেও বিশশাস করেই দেখুন,আর ডাউনলোড করেই দেখুন,।ওকে কথা বাড়িয়ে লাভ নাই,কাজের কথাই আসি।

ফোন করার সঙ্গে সঙ্গেই মোবাইল নম্বর ফোন রিসিভকারী ব্যক্তি পেয়ে যান। এ ক্ষেত্রে মেয়েরা অনেক সময় সমস্যায় পড়ে যান। অপরিচিত ব্যক্তিরা শুধু শুধু বিরক্ত করতে থাকে। তাই এখনই জেনে নিন, কিভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী।

মূলত এ সমস্য থেকে আপনি নিশ্চিত মুক্তি পেতে পারেন কিছু কার্যকরি অ্যাপস ব্যবহার করে। নানা ধরনের অ্যাপ অবশ্য আগে থেকেই রয়েছে যেগুলো ব্যবহার করা যায় কিন্ত তারজন্য আবার একটি ভুয়া নম্বর ব্যবহার করতে হয়। এজন্য অবশ্য বেশ ঝামেলায় পড়তে হয়। এসব অ্যাপের সাহায্যে কাওকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেওয়া অন্য একটি ভুয়া নম্বর প্রদর্শন করে থাকে।

অনেকেই পরিচয় বদলের এই জাতীয় অ্যাপ হিসেবে ব্যবহার করছেন যেমন Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker ইত্যাদি। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে Tracebust অ্যাপটি।

আপ্স টি ডাওনলড করতে নিচে ক্লিক করুন।
Click here.


ধন্যবাদ।

নিয়ন্ত্রণ করুন সকল ধরনের টেলিভিশন remote kontrol আপ্স দারা। যার সাইজ মাত্র 4mb। 100% কার্যকারী।

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভাল আছি,।সবার সুস্থতা কামনা করে আমি সুরু করছি।

হে'দ লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি।বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। একবার ভুল করে হলেও বিশশাস করেই দেখুন,আর ডাউনলোড করেই দেখুন,।ওকে কথা বাড়িয়ে লাভ নাই,কাজের কথাই আসি।

প্রথমে ঈ আপ্স টি ডাউনলোড করে নিন।
ডাওনলড করার পদ্ধতি : প্রথমে লিংকে যান তার পর সব নিচে, সবুজ কালারের নিচের টিক চিনহ টি উঠিয়ে ফেলুন এবার সেই  dawnload এ ক্লিক করুন। তার পর click here  to dawnload এ ক্লিক করুন ব্যাস এবার খুব সহজে ডাওনলড করে ফেলুন এই অসাধারণ আপ্সটি।
ডাউনলোড করতে ক্লিক করুন : click here

ডাউনলোড হয়ে গেলে আপ্স টি ইন্সটল করুন।তার পর আপ্স টি ওপেন করুন।

ওপেন করলে সব কিছু নিজে নিজেই বুঝতে পার বেন।





ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। টেকটিউনে থাকার জন্য  আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

বিদ্র: গাছকে নয় ফলকে বিশ্বাস করুন।

কথা কম কাজ বেশি।ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। টেকটিউনে থাকার জন্য  আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

বিদ্র: গাছকে নয় ফলকে বিশ্বাস করুন।

কথা কম কাজ বেশি।

ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। টেকটিউনে থাকার জন্য  আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

বিদ্র: গাছকে নয় ফলকে বিশ্বাস করুন।

কথা কম কাজ বেশি।
ডাওনলড করার পদ্ধতি : প্রথমে লিংকে যান তার পর সব নিচে, সবুজ কালারের নিচের টিক চিনহ টি উঠিয়ে ফেলুন এবার সেই  dawnload এ ক্লিক করুন। তার পর click here  to dawnload এ ক্লিক করুন ব্যাস এবার খুব সহজে ডাওনলড করে ফেলুন এই অসাধারণ আপ্সটি।

ফ্রিতে ডাউনলোড করে নিন অডিও সাউন্ডের সেরা একটি সফটওয়্যার (মিস করবেন না কি?)

আচ্ছালামুআলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যে সফটওয়্যার সম্পর্কে বলবো তা হল AIMP Media player।  AIMP হল একটি media player যা Winamp এর মতো বিশ্বব্যাপী ব্যবহার করা হয়। AIMP media playerটি নানা ধরনের অডিও ফরম্যাট সাপোট করে যেমন MP3, WAV, OGG, FLAC, WMA ইত্যাদি। তাছাড়া এই program ব্যবহারকারীকে এক সাথে অনেক সুবিধা প্রদান করে থাকে। AIMP ব্যবহারকারীকে clear sound প্রদান করে থাকে, যা খুবই গুরুত্বপূর্ণ। এই সুবিধাগুলো পেতে এখনি AIMP media playerটি ডাউনলোড করুন।

AIMP provides all the basic tools you'd expect from a media player.
 However, it evolves into something special once you discover its special features.
 It supports more than 20 audio formats and 32-bit digital audio, and it converts between various formats, too. You can also customize it with Winamp add-ons.
AIMP is a full-featured music player designed with sound quality and wide, customizable functionality in mind.
 Thirty audio formats are supported. Audio is processed in 32-bit for crystal-clear sound
. The player features a 18-band graphics equalizer with extra built-in sound effects
. You can extend the existing functionality adding Input, DSP and Gen plug-ins from Winamp. All local and global hotkeys are customizable. Full Unicode support.
 You can convert AudioCD to MP3, OGG, WAV or WMA. Similarly, you can grab sound from any audio device on your PC to MP3, OGG, WAV or WMA formats.
AIMP provides all the basic tools you'd expect from a media player.
However, it evolves into something special once you discover its special features.
It supports more than 20 audio formats and 32-bit digital audio, and it converts between various formats, too.
You can also customize it with Winamp add-ons.
AIMP is a full-featured music player designed with sound quality and wide, customizable functionality in mind. Thirty audio formats are supported. Audio is processed in 32-bit for crystal-clear sound. The player features a 18-band graphics equalizer with extra built-in sound effects. You can extend the existing functionality adding Input, DSP and Gen plug-ins from Winamp. All local and global hotkeys are customizable. Full Unicode support. You can convert AudioCD to MP3, OGG, WAV or WMA. Similarly, you can grab sound from any audio device on your PC to MP3, OGG, WAV or WMA formats.

দেখে নিন আপনার ফোন টি Otg supported কি না এবং কি কি কাজ করা যায় otg দিয়ে do not miss!!!

আপনি কি জানেন আপনার ফোন টি তে Otg সাপোর্ট করে কি না?
আচ্ছে আগে আপনার বলে দি otg মানে কি এবং এর কাজ কি।Otg মানে On the go.

আশা করি বুঝতে পেরেছেন।এবার আর কাজ কাজ কি সেটা বলি, আপনার ফোনে যদি otg সাপোর্ট করে তাহলে আপনি আপনার ফোনে pendrive ব্যবহার করতে পারবেন।pen drive এ আপনার মুভি আছে কিন্তু আপনার কাছে এখন pc নাই কি করবেন? কিছু করতে হবে না pen drive টা ফোনে লাগান আর ফোনের সব দেখুন।otg ছাড়া এটা হবে না।
ফোন টিপতে টিপতে ক্লান্ত সমস্যা নাই আপনি আপমার ফোন টি কে মাউস দিয়ে কন্ট্রোল করতে পারবেন মানে pc যে ভাবে কন্ট্রোল করে ঠিক সে ভাবে।
ফোনে type করতে ভাল লাগছে না?এখন যদি ফোনের সাথে একটা keyboard লাগানো যেত তাহলে ভাল হত তাই না?তো কি ভাবছেন লাগান pc এর keyboard আপনার ফোনে লাগিয়ে টাইপিং করুন।
এই সব কিছু সম্ভব যদি আপনার ফোনে otg থাকে।কিন্তু আপনি তো জানেন না আপনার ফোনে otg আছে কি না।চিন্তা করতে হবে না আমি আপনাদের জন্য সব নিয়ে এসেছি।নিচ থেকে অ্যাপ টা ডাউনলোড করে জাস্ট check এ ক্লিক করবেন।otg supported হলে success দেখাবে।
otg থাকলে কিন্তু ফ্রি tv ও দেখা যায়।

App name:OTG checker
size:1mb
Download link:click here

[[N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উঠিয়ে Download এ ক্লিক করবেন]]

ডাউনলোড করুন MAGIX Video Pro X8 15.0.0.83 Full Crack

আশা করি, সবাই ভাল আসেন। আমি আপনাদের মাঝে আগে অনেক সফটওয়্যার নিয়ে নিয়ে এসেছিলাম। এ রকম আজও আপনাদের মাঝে একটা সফটওয়্যার নিয়ে আসলাম। আশা করি সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে। আজ আমি জে সফটওয়্যারটি আপনাদের মাঝে শেয়ার করব, ওই সফটওয়্যারটির নাম হলঃ Magix Movie Edit Pro এবং আপডেট ভার্সন। চলুন সফটওয়্যারটি সম্পর্কে কিছু জেনে নেই
MAGIX Video Pro X8 15.0.0.83  - Magix Movie সফটওয়্যার খুব দরকারি একটা সফটওয়্যার। আপনি যদি এই সফটওয়্যারটি ব্যবহার করেন, তাহলে আপনি খুব সহজে ভিডিও এডিট ও কাট করতে পারবেন। এছাড়াও ভিডিও এর টাইটেল পরিবর্তন, এতে আলাদা মিউজিক যুক্ত, রের্কডিং সহ আরো অনেক কিছু যুক্ত ও বাদ দিতে পারবেন। তাই আর দেরি না করে এখনি নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন

Download 

MAGIX Video Pro X8 Key Features:

– Full support for professional formats such as AVC-Intra and ProRes…and many more.
– Smooth 4K video editing can be done via scalable proxy editing.
– Very easy to use with an intuitive design language and functionalities.
– Comes with primary and secondary 3-way color correction algorithm.
– Ability to simultaneously edit multiple cameras on up to 9 tracks.
– Very comprehensive support for action cams.
– Can edit surround sound in high quality.
– To take advantage of your CPU and GPU, the program supports hardware-optimized decoding for HD and UHD (H.264, H.265)
– Very high quality color filters to apply on your movies thanks to the NewBlue looks.
How to Install:
– Install the program by running [Video_Pro_X8_DLV_en-US.exe].
– If it launches automatically, close it immediately.
– Install the Update.
– Replace Fixed files into the install directory.
– Do not update!
– Done! Enjoy MAGIX Video Pro X8 15 Full version
Free Download Full Version Software
NHBSoft

Thursday, June 2, 2016

এবার আপনার মোবাইল দিয়ে আনলিমিটেড ফ্রী ফ্লেক্সিলোড জিতুন! বাংলাদেশি অ্যাপ দিয়ে।সাইজ 2mb. 100% কযকারি।

আসসালামু আলাইকুম।
আসা করি ভাল আছেন।আপনাদের দুয়াই আমিও অনেক অনেক ভাল আছি।
হেড  লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি।বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। একবার ভুল করে হলেও বিশশাস করেই দেখুন,আর ডাউনলোড করেই দেখুন,।ওকে কথা বাড়িয়ে লাভ নাই,কাজের কথাই আসি।
আজকে আপনাদের একটা বাংলাদেশি আপস এর সাথে পরিচয় করিয়ে দিব।
জার দারা ফ্রী ফ্লেক্সিলোড নিতে পারবেন।
প্রথম এ নিচের থেকে এই আপস তা ইন্সটল দিন।
Name: CodeGain Free Flexiload Apk
ডাওনলড করতে ক্লিক করুন :এখানে ক্লিক করুন

বিঃ দ্রঃ ডাওনলোড লিংকে প্রবেশ করে  সব নিচে dawnload লিখাটার নিচের টিক চিনহ টি উঠিয়ে ক্লিক করুন dawnload এ এবং  ফাইল টা ডাওনলোড দিবেন।
এখন নিচের মত করে Create New Account এ ক্লিক করুন।

একটা অ্যাকাউন্ট করুন। এখন নিচের মত Send Sms এ ক্লিক করুন।

নিচের মত একটা বক্স আসবে। ওখানে নাম্বার দিএ Submit করুন। তা হলে অই নাম্বার এ একটা কোড যাবে। ওই কোড টা বসান এবং Submit করুন। টা হলে আপনি ০.৫০ পইসা পাবেন। এভাবে ১০ টাকা হলে ফ্লেক্সি নিতে পারবেন।ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। টেকটিউনে থাকার জন্য  আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
বিদ্র: গাছকে নয় ফলকে বিশ্বাস করুন। ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। টেকটিউনে থাকার জন্য  আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
বিদ্র: গাছকে নয় ফলকে বিশ্বাস করুন।
কথা কম কাজ বেশি।

কথা কম কাজ বেশি।
ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। টেকটিউনে থাকার জন্য  আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
বিদ্র: গাছকে নয় ফলকে বিশ্বাস করুন। ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। টেকটিউনে থাকার জন্য  আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
বিদ্র: গাছকে নয় ফলকে বিশ্বাস করুন।
কথা কম কাজ বেশি।

কথা কম কাজ বেশি।

কেন পাইথন প্রোগ্রামিং এত জনপ্রিয়

পাইথন (Python) একটি বস্তু-সংশ্লিষ্ট (object-oriented) উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। কম্পিউটারকে দিয়ে কাজ করাতে গেলে কম্পিউটার বুঝতে পারে, এমন ভাষায় তাকে নির্দেশ দিতে হয়। এরকম প্রোগ্রামিং ভাষা অনেক রয়েছে এবং নিত্যনতুন তৈরি হচ্ছে। তবে অল্প কয়েকটি প্রোগ্রামিং ভাষাই প্রোগ্রামারদের কাছে জনপ্রিয় হতে পেরেছে। তেমন একটি প্রোগ্রামিং ভাষা হচ্ছে পাইথন যেটি তৈরি করেন গুইডো ভন রুযাম (Guido van Rossum)। ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে ক্রিসমাসের ছুটিতে তিনি পাইথন তৈরি করা শুরু করেন। তবে পাইথন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ২০০০ সালে তার ২.০ সংস্করণ চালু হওয়ার পরে। বর্তমানে পাইথনের ২.৭ এবং ৩.৪ এই দুটি সংস্করণ চালু রয়েছে।
পাইথন একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। পাইথন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়। এছাড়া ফাংশনাল প্রোগ্রামিংও করা যায় পাইথন দিয়ে। সাম্প্রতিক একটি জরিপে [১] দেখা যায় যে সারা পৃথিবীতে বর্তমানে জনপ্রিয়তার বিচারে পাইথনের স্থান চতুর্থ (শীর্ষ তিনটি হচ্ছে, জাভা, সি, সি প্লাস প্লাস), আর যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৬৯% তার শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের সাথে পরিচয় করিয়ে দেয় পাইথন ব্যবহার করে [২]। এছাড়া বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান গুগলের তিনটি অফিশিয়াল প্রোগ্রামিং ভাষার একটি হচ্ছে পাইথন।


পাইথনের এত জনপ্রিয় হওয়ার কারণ কী? পাইথন প্রোগ্রামাররা নিচের কারণগুলোকেই প্রধান মনে করেন:‌
  • পাইথন কোড সহজে পড়া যায়
  • কোড সি বা জাভার চেয়ে তুলনামূলক অনেক ছোট হয়
  • পাইথনে রয়েছে লিস্ট, ডিকশনারি ও সেটের মতো চমৎকার ডাটা স্ট্রাকচার
  • পাইথন বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়
  • বিশাল ও কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে
  • শক্তিশালী অনলাইন কমিউনিটি
  • চমৎকার ওয়েব ফ্রেমওয়ার্ক (জ্যাঙ্গো, ফ্লাস্ক)
  • অ্যানড্রইড এবং ইওস ফ্রেমওয়ার্ক (কিভি / Kivy)
মোটামুটি সব লিনাক্স ডিস্ট্রিবিউশন ও ম্যাক অপারেটিং সিস্টেমে পাইথন বিল্ট-ইন থাকে, আলাদাভাবে ইনস্টল করতে হয় না। উইন্ডোজে পাইথন আলাদা করে ইনস্টল করতে হয়, যা পাইথনের অফিয়াল ওয়েবসাইট [৩] থেকে ডাউনলোড করা যায়।
পাইথন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়েব ভিত্তিক সফটওয়্যার নির্মাণে। জ্যাঙ্গো (django) ফ্রেমওয়ার্কটি খুবই জনপ্রিয়। এছাড়া বিভিন্ন অটোমেশন সফটওয়্যার নির্মাণ, বায়ো ইনফরমেটিক্স, মেশিন লার্নিং, ডাটা এনালাইসিস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওয়েব ক্রলার তৈরিতেও পাইথনের ব্যাপক ব্যবহার রয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও শুরু হয়েছে পাইথনের ব্যবহার। বেশ কিছু দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানে পাইথন ব্যবহার করা হচ্ছে।
পাইথন শেখার লিংকঃ  পাইথন টিউটোরিয়াল
বাংলাদেশ পাইথন ইউজার গ্রুপঃ পাইথন প্রোগ্রামিং

ব্যাকগ্রাউন্ড এ চলা কোন অ্যাপ আপনার মেগাবাইট ব্যবহার করতে পারবে না আপনার অনুমতি ছাড়া(no root needed)

আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আপনার অজান্তেই আপনার ফোনের মেগাবাইট শেষ হয়ে যাচ্ছে?অটোমেটিক অ্যাপ ডাউনলোড হয়ে যাচ্ছে?তাহলে এদিকে আসুন আপনার অনুমতি ছাড়া ১কিলোবাইট ও কোন অ্যাপ ব্যবহার করতে পারবে না।latest+premium+cracked version (last update 8April  2016)



আমরা আমাদের প্রয়োজনে আমাদের ফোনে অনেক রকম অ্যাপ ইন্সটল দিয়ে থাকি কিন্তু এই প্রয়োজন প্যারা হয়ে যায় যখন অটো কোন কিছু ডাউনলোড/আপডেট হয়ে গিয়ে মেগাবাইট শেষ করে দেয়।



[N.B এটি ব্যবহার করার জন্য আপনার ফোন রুট থাকার কোন দরকার নাই।]



App name:Netguard pro

size:1.7mb
প্লে স্টোর এ এই অ্যাপ টির রেটিং অনেক ভাল এবং অনেক কার্যকর অ্যাপ এটি।খুব ভাল কাজ করে।তাছাড়া এটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার ফোন রুট ও করতে হচ্ছে না।রুট ব্যবহার কারীরা ও এটা ব্যবহার করুন খুব ভাল কাজ করবে।



অ্যাপ টি কিভাবে কাজ করেঃ



-অ্যাপ টি ইন্সটল করুন দেখুন সব গুলা অ্যাপ/গেমস দেখাবে এবং প্রত্যেক অ্যাপ এর পাশে ২টা আইকন দেখতে পাবেন একটি wifi এবং একটি mobile data যে অ্যাপ গুলা কে আপনি মেগাবাইট খরচ করতে দিতে চান না তার পাশে mobile data তে ক্লিক করুন কাজ শেষ আর ১কিলোবাইট ও ব্যবহার করতে পারবে না আপনার অনুমিত ছাড়া।



ব্যবহার করেই দেখুন আপনার সাথে কোন দিন খারাপ জিনিস শেয়ার করি নি।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
[N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উঠিয়ে Download এ ক্লিক করবেন ]
ধন্যবাদ।

ফ্রিতে ডাউনলোড করে নিন 39$ ডলারের অডিও এডিটিং এর সেরা একটি সফটওয়্যার (মিস করবেন না কি?)


আচ্ছালামুআলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যে সফটওয়্যার সম্পর্কে বলবো তা হল Anvil Studio সফটওয়্যার। অডিও রেকর্ড করার জন্য Anvil Studio খুবই মানসম্মত সফটওয়্যার। আপনি Anvil Studio এর মাধ্যমে অডিও রেকর্ড এবং প্লে করতে পারবেন। অডিওতে কপি-পেস্ট করা সহ নানারকম effects তৈরি করে এডিটিং করতে পারবেন। Anvil Studio খুবই ভাল সফটওয়্যার multi-track recording এবং composing করার জন্য। আপনি Anvil Studio এর মাধ্যমে pitch এবং volume সহজেই পরিবর্তন করতে পারবেন। আপনার রেকর্ডকৃত অডিও আপনি নানা ফরম্যাটে আউটপুট করতে সক্ষম হবেন। Anvil Studio সফটওয়্যারটি নানা ফরম্যাট সাপোর্ট করে। আগের ভার্সন থেকে এই ভার্সনে বেশি সুবিধা পাবেন। তাই Anvil Studio 2016 ফ্রিতে ডাউনলোড করতে ডাউনলোড বাটনে কিল্ক করুন।



Anvil Studio is a music recorder, composer and sequencer for MIDI music and MIDI audio equipment.
With Anvil Studio you canrecord and compose music as well as edit MIDI files in a standard, multi-track interface. The program also includes a wide library with samples, loops and audio effects, and even a piano roll to practice notes.
Anvil Studio may not seem easy to use at first sight, especially if you’re a newcomer to audio editors. Fortunately, the program is very well documented and the extensive, built-in help section will surely have the answer to all your questions.
On the downside, Anvil Studio’s interface looks quite outdated and would benefit a lot from a complete redesign.