Tuesday, May 31, 2016
জিপিতে 500 sms 30 দিনের জন্য মাএ 11.95 পয়সা।
সফটওয়্যার ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যাবে !
ফোন স্লো হয়েগেছে?চিন্তা নেই ফোন কে করে তুলুন সুপার ফাস্ট সাথে অনেক প্রিমিয়াম ফিচার (last update 31may 2016)
আসসালামু আলাইকুম, আপনার ফোন কি স্লো কাজ করছে??বার বার হ্যাং হয়?তাহলে এই পোস্ট টা আপনার জন্য।
প্লে স্টোর এ এর দাম রাখা হয়েছে $৩ আমি আপনাদের দিচ্ছি সম্পূর্ণ ফ্রি।
(last update 31may 2016)
App name:sd maid +sd maid pro unlocker
Size:5mb
এখানে sd maid হচ্ছে ফ্রি এবং sd maid pro unlocker হচ্ছে পেইড।প্রথমে sd main install দেওয়ার পর sd maid unlocker install দিবেন।
এখন দেখে নিন কি কি কাজ করবে sd maid: ফোন যদি স্লো কাজ করে তাহলে মেজার কিন্তু সত্যি অনেক খারাপ হয়ে যায়।।আর ফোন স্লো হওয়ার প্রধান কারন ব্যাকগ্রাউন্ড চলা এবং junk ফাইল বেড়ে যাওয়া।
আপনি খুব সহজে আপনার ফোন টিকে ফাস্ট করে নিতে পারবেন।এক ক্লিকে সব ব্যাকগ্রাউন্ড app+junk ফাইল ক্লিন হয়ে যাবে।
আপনি অনেক সময় দেখেন আপনার ফোনে অটোমেটিক কিছু ফোল্ডার খুলে আছে যে গুলাতে ভাইরাস ঢুকতে পারে।আপনি এই app দিয়ে খুব সহজে খালি ফোল্ডার গুলা ডিলিট করতে পারবেন।
আরেক টা ব্যাপার আপনি এই app এ টাইম সেট করতে পারবেন।আপনি কতোক্ষন পর পর আপনার ফোন কে স্কান করতে চান তা সেট করতে পারবেন।সময় হলে অটোমেটিক স্কান হতে থাকবে।
আরো অনেক ফিচার আছে যা আমি বলছি না ডাউনলোড করে দেখে নিন।zip file করা আছে।
Download link: click here
আল্লাহ হাফেজ
আপনার ফোন থেকেই শুনে নিন অন্যরা ফোনে কে কি কথা বলছে। আর একটু গোয়েন্দা গিরি করেন।
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে???? আশা করি ভালই আছেন। টাইটেলটা তো দেখেছেনই তো চলুন সরাসরি টিউনে চলে যাই।
এবার আপনার ফোন দিয়ে শুনবেন বন্ধু,বান্ধব বা অন্য যে কারও কথা।
আজকে আমি আপনাদের সাথে দারুন একটি টিপস শেয়ার করবো হয়তো অনেকে পুর্বে থেকে জানেন। যারা জানেন না তাদের জন্য আজকের এই টিপস। আপনার কি সন্দেহ আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কিংবা অন্য কারো ওপর? আপনি কি মনে করেন আপনার পরিচিত সেই ব্যক্তিটি আপনার অনুপস্হিতিতে অন্য কারো সাথে কথা বলে, যা আপনার কাম্য নয়। আপনি কি জানতে চান কি কথা বলে তাহলে এই অ্যাপস আপনার জন্যই। এই অ্যাপসটি যাকে আপনি সন্দেহ করেন, তার ফোনে ইন্সটল করে দিন ব্যাস আপনার কাজ শেষ।
এখুন শুনুন সে কি কথা বলে অন্যদের সাথে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অ্যাপটি যেভাবে কাজ করেঃ অ্যাপটি প্রথমে ফোন এর সকল কল রেকর্ড করে তারপর আপনি রেকর্ড এর জন্যে অনুরোধ করলে আপসটি সকল রেকর্ড সার্ভারে আপলোড করে দেয়।
ডাউনলোড করার সময় টিক টা উঠিয়ে Download এ ক্লিক করবেন ]
Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।
আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাল লাগবে।
অনেকেই হয়ত এমন অ্যাপ ই খুজতেছিলেন।
তাই আজ পেয়ে গেলেন। নিয়মিত এই ধরনের গুরুত্তপুর্ন অ্যাপ পেতে Techtunes এর সাথে নিয়মিত থাকুন।
যদি কোন সমস্যা হয় আমাকে জানাতে পারেন।
তাহলে আজকে আর নয়। অনেক বক বক করলাম। আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ছোটো ভাই হিসেবে। দেখা হবে আগামী টিউনে, অন্য কোন বিষয়/চমক নিয়ে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন।
ধন্যবাদ Apacesarkar এর সাথে থাকার জন্য।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
power button ছাড়ায় ঝাঁকুনি দিয়ে আপনার ফোনের স্ক্রিন অন-অফ করুন আর power button কে সুরক্ষিত রাখুন
আসসালামু আলাইকুম,
আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল।লাগবে টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য।
কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া।
আমার টিউন শুরু করছি।
এবার স্ক্রিন অন-অফ করার জন্য বার বার ফোনের পাওয়ার বাটন টিপতে হবে না।ফোন পকেটে ভরলে অটোমেটিক ভাবে ফোনের স্ক্রিন অফ হয়ে যাবে এবং পকেট থেকে বার করলে স্ক্রিন অন হয়ে যাবে।
latest+cracked version (last update 31May 2016)
শুরু তাই নয় আপনার ফোনে যদি ফ্লিপ কভার থাকে তাহলে তো কথায় নাই ফ্লিপ কভার দিয়েই আপনি আপনার ফোনের স্ক্রিন অন-অফ কন্ট্রোল করতে পারবেন।
সাথে কত ডিগ্রী কোণে ফোন রাখলে স্ক্রিন অফ হবে তাও সিলেক্ট করতে পারবেন। এক কথায় অসাধারণ এক অ্যাপ।
App Name:Gravity screen unlocked
size:2mb
বার বার পাওয়ার বাটন এ চাপ দেওয়া টা অনেক জনের কাছে একটা বিরক্ত কর ব্যাপার।তারপর আবার বার বার পাওয়ার বাটন এ চাপ দিলে পাওয়ার বাটন ও নষ্ট হয়ে যেতে পারে তখন আবার আরেক সমস্যা।
তাই আপনাদের জন্য এই বিখ্যাত অ্যাপ নিয়ে এলাম।এই অ্যাপ দিয়ে আপনারা ফোনের পাওয়ার বাটন ছাড়ায় স্ক্রিন অন-অফ করতে পারবেন।
ব্যবহার করে দেখুন অনেক ভাল ফল পাবেন।এর মধ্যে আরো অনেক ফাংশন আছে যা আপনার ভাল লাগবে।খারাপ লাগবে আবার uninstall করে দিয়েন
Download link:click here
আরো কিছু টিউন যা আপনার অবশ্যয় কাজে লাগবেঃ
1.নিয়ে নিন play store এর paid apps/games ফ্রিতে ডাউনলোড করার বিখ্যাত ৩টি অ্যাপ,এমন কোন পেইড অ্যাপ নাই যা এদের মধ্যে পাবেন না latest version!!!
2.আপনার ফোন কে বানিয়ে ফেলুন galaxy s7 edge,আর পুরা s7 edge এর মজা নিন আপনার ফোনে latest+premium version!!!(last update 22may 2016)
3.আপনার নষ্ট memory card টি খুব সহজে ঠিক করে নিন অ্যাপ টি সংগ্রহ করে রাখুন কাজে লাগবে
4.নিয়ে নিন সত্যিকার অর্থে অসাধারণ একটি স্যাটেলাইট/satellite অ্যাপ যা আপনাকে মুগ্ধ করবে গ্যারান্টি latest+pro version!!!
5.নিজের ফেক NID,college id,police id,facebook id তৈরি করুন খুব সহজে latest version!!!
6.নিয়ে নিন বিখ্যাত ব্রান্ড Sony এর official music player walkman এর latest+full version,এটা কি জিনিস ব্যবহার করলেই বুঝবেন
7.Android N রিলিজ হওয়ার আগেই Android N এর ফুল মজা নিন আপনার ফোনে do not miss
[[N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে Download এ ক্লিক করবেন]]
ব্যাবসায় মার্কেটিং এর জন্য ১০টি ফলপ্রদ কৌশল
ইন্টারনেটের একটি বড় গূন হলো, স্মল বিজনেস মার্কেটিং এর ক্ষেত্রে ছোট কোম্পানী ও তার প্রতিদ্বন্দী বড় কোম্পানী উভয়কেই সমান সুযোগ দিয়ে থাকে। তবে সতর্কতা হচ্ছে একটু অমনোযোগী হলে মার্কেটিং এর জন্য পুড়ো বজেটটাই নষ্ট হয়ে যেতে পারে। তবে খুশীর কথা হলো যে, সস্তা ও বিনামূল্যের ছোট ব্যবসার বিপনণের জন্য কিছু পদ্ধতি আছে যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। তেমনী ১০টি কার্যপদ্ধতি নিচে বর্ণনা করা হলো।
ছোট ব্যাবসার মার্কেটিং টিপস্ :
১। পোস্ট ভিডিও অনলাইন:
Alfred Poorএর মতে অনলাইন ভিডিও ছোট ব্যবসার বিপনণের অনেক সমস্যার সমাধান করে দিয়েছে। বিদ্যমান সাইটের প্রথম পেজ এ একটি ভিডিও থাকলে গুগল সার্চ ইঞ্চিন সেটিকে ৩০ মিনিটের মধ্যে হিসাবে নিয়ে আসে এবং ১দিনের মধ্যে সার্চের প্রথম পাতার উপরের দিকে স্থান করে দেয়। ভিডিওটি আপনি নিজেও বানাতে পারেন অথবা প্রফেশনাল কারো দ্বারা বানিয়ে নিতে পারেন।
২। আপনার ওয়েব সাইটের পোস্ট গুলোর কেস স্ট্যাডি করুন:
ড্যাভিড রেন্ডার AccountMate Software কোম্পানীর চীফ অপারেটিং অফিসার তিনি বলেছেন যে, আমারা ফোনের মাধ্যমে গ্রাহকদের রিভিউ নিতে পারি এবং সেটা টেমপ্লেট আকারে আমাদের সাইটে আপলোড করতে পারি। তিনি আরো বলেছেন এটা ব্যপক আকারে হওয়ার প্রয়োজন নেই। Contain useful ছিল কিনা, নির্দিষ্ট করে গ্রাহকের কাছে জানতে চাওয়া যে আমাদের পন্য বা সেবা তার সমস্যার সমাধাণ করতে পেরেছে কিনা এবং সে আমাদের সেবা নিয়ে সন্তুষ্ট কিনা?
৩। আপনার ওয়েবসাইটকে সমৃদ্ধ করুন ভবিষ্যতের গ্রাহকদের জন্য:
আপনার কোন ব্লগ নেই? তাহলে এখনই একটা ব্লগ শুরু করার কথা চিন্তা করুন। ওয়ার্ডপ্রেস আপনাকে আপনার ব্যবসার জন্য ফ্রি ব্লগ খোলার সুযোগ করে দিবে। ডিজিটাল মার্কেটিং এ নেতৃত্ব দেওয়ার জন্য ব্লগ একটি চমৎকার টুলস্। কোয়ালিটি কন্টেন্ট ও সোশাল মিডিয়ায় শক্তিশালী অবস্থান আপনার নেতৃত্বকে আরো সুদৃঢ় করবে।
৪। গুগল ম্যাপের লোকাল লিস্টে কোম্পানীর নাম ওঠানো:
যখন আপনি স্মল বিজনেস মার্কেটিং-এ আসবেন তখন গুগল ম্যাপের লোকাল লিস্টে আপনার কোম্পানীর নাম ওঠানোর অনেক গুলো কারণ আছে। গ্রাহক আপনার কোম্পানীর স্থাপিত হওয়াটা দেখতে পাবে এবং এটি গুগল র্যাঙ্কিং এও ভাল অবস্থানে আসতেও সাহায্য করবে। চূড়ান্তভাবে গ্রাহক কোম্পানীর রিভিউ দেখতে পাবে এবং সে তার মতামত প্রকাশ করতে পারবে আর এটি আপনাকে আপনার গ্রাহককে বুঝতে সাহায্য করবে।
৫। গ্রাহকদের জন্য বিভিন্ন ফোরাম খোঁজা:
বিভিন্ন ফোরামে নিজের পন্য বা সেবা সম্পর্কে লিখতে হবে। যাতে কেউ খুঁজলে আপনার পন্য বা সেবার সন্ধান পায়।
৬। সম্পূর্ণ ওয়েবে তথ্য শেয়ার করা:
আপনি আপনার প্রজেক্টের কাজ শেষ করুন। সুন্দর একটি ছবি তুলুন। ছবিসহ ব্লগে পোস্ট করুন, টুইটারে টুইট করুন এবং ফেসবুক সহ সকল স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন।
৭। আপনার তথ্যের সময়কাল ব্যবহার করুন:
প্রতিটি মানুষ তথ্য অনুসন্ধান করে। হাজার হাজার মানুষ ওয়েবসাইট ভিজিট করে তথ্যের জন্য। তথ্যের সময়কালটা অতিপ্রয়োজনী একটি বিষয়।
৮। অনলাইন সেবা চালু করুন, লোকসানকৃত পণ্যের তালিকা করুন এবং পূণরায় বিক্রয় টার্গেট নির্ধারণ করুন:
ধরুন Lexity.com থেকে আপনার নির্ধারিত পন্যের প্রয়োজন অনুসারে একটি এ্যাপস্ ক্রয় করলেন। এ্যাপস্টি অনলাইন সপিংকার্ট ম্যানেজ করবে, গুগলে আপনার পণ্যের তালিকা তৈরি করবে। গ্রাহককে আপনার পন্য খুজে পেতে সাহায্য করবে এবং ফেসবুক লাইক, ফলো ও গুগল + পেতে সাহায্য করবে। যা আপনার পণ্যের র্যাঙ্কিংএর ক্ষেত্রে অনেক বড় ভুমিকা রাখবে।
৯। ফেসবুক স্পন্সর গল্প ব্যবহার করুন:
ফেসবুক পেজ র্যাঙ্ক পরিবর্তন না হওয়া পর্যন্ত ১০ভাগ ফলোয়ার আপনার পোস্ট দেখতে পাবে, স্পন্সর গল্প খুবই গুরুত্বপূর্ণ।
বৃহৎ পাঠকবৃন্দ স্পন্সর স্টোরি দেখতে পাবে এবং আপনি যখন রেগুলার পোস্ট করবেন তখন পাঠকদের সম্পৃক্ততা আরো বাড়তে থাকবে।
সরাসরি বিক্রয়ের এটা একটা ভাল কৌশল, মুখে মুখে বিজ্ঞাপনের জন্য পাওয়ারফুল টুল। ফেসবুক সঠিকভাবে ব্যবহার করতে পারলে মার্কেটিং এর জন্য এটি একটি ক্ষমতাসম্পন্ন মাধ্যম।
১০। মিডিয়ার মনোযোগ আকর্ষণের জন্য অনলাইন সেবা থাকা উচিৎ:
HelpaReporterOut.com আপনি এখানে ফ্রি সাইনআপ করতে পারেন। এরা আপনাকের প্রতিটি নতুন স্টোরি ফ্রি প্রচারের সুযোগ করে দেবে।
আপনার ওয়েবসাইটের Dofollow ব্যাকলিংক তৈরী করুন গেস্ট টিউন করে ১০০% কাজ হবে
এখানে গেষ্ট টিউনিং করলে আপনি একাধিক শক্তিশালী Dofollow ব্যাকলিংক পাবেন। যা আপনার সাইটে SEO এর জন্য ব্যপক ভুমিকা পালন করবে। আপনার সাইটের র্যাংক বেড়ে যাবে। তাছাড়া একান থেকে অনেক ট্রাফিক আপনার সাইটে যাবে। এতে করে আপনি লেখক হিসাবে ব্রান্ড হবেন।
গেস্ট টিউন দেওয়ার উপকারিতাঃ
ব্যাকলিংক তৈরী করা।
নিজের পরিচিত বাড়ানো।
সুনাম প্রতিষ্ঠা করা।
আপনি যখন অন্য কারও সাইটে কন্ট্রিবিউট করতে চাচ্ছেন তখন অবশ্যই আপনি আপনার বেনিফিট রেখে তারপরে কন্ট্রিবিউট করবেন এটাই স্বাভাবিক। সাধারণতো উপরে উল্লেখিত কারণে সবাই গেস্ট টিউনিং করে। এর বাইরেও অনেক কারণ আছে।
গেস্ট ব্লগিং কি :- গেস্ট ব্লগিং হচ্ছে একটি ব্লগার এবং অন্য লেখক মধ্যে পারস্পরিক উপকার বিনিময় এর একটা মাধ্যম যেখানে উভয় পক্ষের সুবিধা রয়েছে. এখানে লেখক একটি আর্টিকেল লিখেন এবং ব্লগার কে দেখান. ব্লগার সেটি দেখেন এবং যদি মনে করেন যে আর্টিকেলটা তার সাইট এর উপযুক্ত তাহলে তিনি তা পাবলিশ করবেন. বিনিময়ে লেখক তার লিংক বিল্ড করার সুযোগ পাবেন. এভাবে তিনি একটি সাইট হতে নিজের সাইট এর জন্য লিংক বিল্ড করতে পারবেন. আর ব্লগার তার সাইট এর জন্য সহজে ভালো এবং ইউনিক কন্টেন্ট পেয়ে যাবেন. সংক্ষেপে এটাই গেস্ট ব্লগিং.
গেস্ট ব্লগিং এর সুবিধা:- গেস্ট ব্লগিং এর অনেক সুবিধা রয়েছে যেমন :- নির্দিষ্ট শ্রোতা তৈরী করা, সুনাম প্রতিষ্ঠা করা, লিংক বিল্ডিং, নেটওয়ার্কিং, নিজেকে ব্যান্ডিং করা ইত্যাদি.
নিচের নিয়মগুলো মেনে টিউন করুন এবং আপনার সাইটের জন্য Dofollow ব্যাকলিংক তৈরী করুন সহজে।
একটির বেশী লিংক দিবেন না।
সরাসরি কপিপেস্ট টিউন করা যাবে তবে ইডিট করলে চলবে।
অপ্রাসঙ্গিক টিউন করা যাবে না।
অন্যের লেখা নিজের নামে দেওয়া যাবে না।
সরাসরি পণ্য বা সেবা ক্রয়ের জন্য বা ক্রয় করতে উৎসাহী করতে উদ্দেশ্যমূলক টিউন
কোন প্রকার অর্থ/ডলার/ টাকা লেনদেন করার জন্য টিউন
দল গঠন, চাকরি ও নিয়োগ বিজ্ঞপ্তির টিউন
tec-wan.com -এ গিয়ে টপবার থেকে রেজিষ্টেশন করে টিউন করা শুরু করুন।
Monday, May 30, 2016
KNOE MORE VISIT NEW SITE
Get the latest news, insights, and ideas from HERE (dienst 4) when you join LinkedIn.
আপনার সিমটি আজকেই নিজে নিজেই রি-রেজিস্ট্রেসন করে ফেলুন। আপাতত বন্ধ হওয়া থেকে সিমটি রক্ষা করুন।নয়তোবা সিমটি বাতিল হয়ে যেতে পারে
আসসালামু আলাইকুম।
আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই আর আল্লাহর রহমতে অনেক অনেক ভাল আছি।
আজ নিয়ে এলাম একটি প্রয়োজনীয় টিউন যা সকলের জন্য খুব ই গুরুত্বপূর্ণ।
এতদিনে নিশ্চই জেনে গেছেন যে সরকার সিম নিয়ে উঠে পরে লেগেছে।বর্তমানে সবাই কম বেশি সিম ব্যবহার করেন,কিন্তু সবার সিম ই কি রেজিস্ট্রেশন করা?আবার অনেকে এক সাথে ৪-৫ টা সিম ব্যবহার করেন। সমস্যা হয় তখন যখন এই অনিবন্ধিত সিম গুলো দিয়ে কিছু বিকৃত রুচির মানুষ বিভিন্ন অপারাধ কাজ করে থাকে।
কিন্তু এসকল মানুষ খুজে পাওয়া কষ্ট হয়ে যায়,সিমের আসল মালিক থাকে ধরা ছোয়ার বাহিরে,তাদের কে আর শাস্তি দেয়ার কোন সিস্টেম থাকে না,কেননা তাদের সিমের সকল তথ্যই থাকে ভুলে ভরা।বিক্রেতারা একটি মাত্র ভোটার আই ডি কার্ড দিয়ে অনেক গুলো সিম লাইসেন্স করে থাকে,যার ফলে ঘটতে থাকে বিভিন্ন জালিয়াতি,অপরাধ। আর অপরাধকারীরা থাকে ধরার বাহিরে।
তাই আমাদের সরকার এগুলোর বিরুদ্ধে উঠে পরে লেগেছেন,এগুলোকে প্রতিরোধ করার জন্য আগামী ১৫ নভেম্বর এর মধ্য সকল সিম [নিবন্ধিত এবং অনিবন্ধিত] পুনরায় নিবন্ধন করতে হবে।।
আর তা যথা সময়ে না হলে সিম বন্ধ করে দেয়া হবে।তাই এ সমস্যা যেনো না হয় আগে থেকেই ব্যবস্থা গ্রহন করা উচিত।
সিম নিবন্ধন অনেকের কাছে জটিল মনে হতে পারে,তবে এই জটিল কাজ কে কিছুটা সহজ করার জন্য নিয়ে এলাম ছোট্ট একটি এপ,যার মাধ্যমে নির্দেশনা অনুসরণ করেই খুব সহজে আপনার সিম নিবন্ধিত করতে পারবেন।এর জন্য আপনাকে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। তো আর কথা বাড়িয়ে লাভ নেই এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন।
App Name: Sim Registration Bangladesh
Size: 2mb
click here to dawnload
তো কেমন লাগলো আমার এই টিউনটি? আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকবে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন,সুস্থ থাকুন আর সবসময় প্রযুক্তি তথা টেকটিউনের সাথে থাকুন।
আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই আর আল্লাহর রহমতে অনেক অনেক ভাল আছি।
আজ নিয়ে এলাম একটি প্রয়োজনীয় টিউন যা সকলের জন্য খুব ই গুরুত্বপূর্ণ।
এতদিনে নিশ্চই জেনে গেছেন যে সরকার সিম নিয়ে উঠে পরে লেগেছে।বর্তমানে সবাই কম বেশি সিম ব্যবহার করেন,কিন্তু সবার সিম ই কি রেজিস্ট্রেশন করা?আবার অনেকে এক সাথে ৪-৫ টা সিম ব্যবহার করেন। সমস্যা হয় তখন যখন এই অনিবন্ধিত সিম গুলো দিয়ে কিছু বিকৃত রুচির মানুষ বিভিন্ন অপারাধ কাজ করে থাকে।
কিন্তু এসকল মানুষ খুজে পাওয়া কষ্ট হয়ে যায়,সিমের আসল মালিক থাকে ধরা ছোয়ার বাহিরে,তাদের কে আর শাস্তি দেয়ার কোন সিস্টেম থাকে না,কেননা তাদের সিমের সকল তথ্যই থাকে ভুলে ভরা।বিক্রেতারা একটি মাত্র ভোটার আই ডি কার্ড দিয়ে অনেক গুলো সিম লাইসেন্স করে থাকে,যার ফলে ঘটতে থাকে বিভিন্ন জালিয়াতি,অপরাধ। আর অপরাধকারীরা থাকে ধরার বাহিরে।
তাই আমাদের সরকার এগুলোর বিরুদ্ধে উঠে পরে লেগেছেন,এগুলোকে প্রতিরোধ করার জন্য আগামী ১৫ নভেম্বর এর মধ্য সকল সিম [নিবন্ধিত এবং অনিবন্ধিত] পুনরায় নিবন্ধন করতে হবে।।
আর তা যথা সময়ে না হলে সিম বন্ধ করে দেয়া হবে।তাই এ সমস্যা যেনো না হয় আগে থেকেই ব্যবস্থা গ্রহন করা উচিত।
সিম নিবন্ধন অনেকের কাছে জটিল মনে হতে পারে,তবে এই জটিল কাজ কে কিছুটা সহজ করার জন্য নিয়ে এলাম ছোট্ট একটি এপ,যার মাধ্যমে নির্দেশনা অনুসরণ করেই খুব সহজে আপনার সিম নিবন্ধিত করতে পারবেন।এর জন্য আপনাকে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। তো আর কথা বাড়িয়ে লাভ নেই এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন।
App Name: Sim Registration Bangladesh
Size: 2mb
click here to dawnload
তো কেমন লাগলো আমার এই টিউনটি? আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকবে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন,সুস্থ থাকুন আর সবসময় প্রযুক্তি তথা টেকটিউনের সাথে থাকুন।
মেমরি কার্ড নষ্ট ঠিক করার উপায়! পিসি এবং মোবাইল উভয় টিপস
পিসি ডেস্ক: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতেপারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনেরসৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদেরমোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্যআদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ডহঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগবিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজোহয়ে যায়।
ফলে আপনি পরেন মহাবিপাকে।
অবশেষেআপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনিহতাশায় ভোগেন।নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করাগেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবাবাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করাকঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবইসম্ভব। এবার আপনাদের জানাবো কিভাবে নষ্টমেররি কার্ড ঠিক করবেন।
ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে :মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটিব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটাউপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্রসেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাইভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়েগেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারিসফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতেপারে।আর এ জন্য যা করতে হবে আপনাকে :প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়েনিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন,মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ডড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতেপ্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিকআছে।
এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতেগিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুরউপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে।
এখন এর ওপর ডান বোতাম চেপে Runasadministrator
নির্বাচন করে: সেটি খুলুন।কমান্ডপ্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enterক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডেরড্রাইভ ।কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কেরকাজটি সম্পন্ন হতে দিন।এখানেconvertlostchainsto filesবার্তা এলে yচাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলেকার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে।
মেমোরিকার্ড যদিinvalid filesystemদেখায় তাহলেসেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat- এক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করেQuick format-এর টিক চিহ্ন তুলে দিয়েFormat-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলেমেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবেনা।
মোবাইল ডেক্সঃ আমাদের অনেকের ই মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত
ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন।
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
ডাওনলড করতে ক্লিক করুন : [Click Here to Dawnload File Now] এবার সেটআপ দিন। তারপর আপনার নষ্ট মেমোরি ঢুকান এবার সফটওয়্যার: টি OPEN করুন তারপর আপনার মেমোরি সিলেক্ট করুন তারপর NTFS সিলেক্ট করুন Quick Format সিলেক্ট করুন THEN Start বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন।ব্যাস কাজ শেষ।
অ্যাপটির সাইজ মাত্র ২ MB। আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো।
Sunday, May 29, 2016
এবার কল আসলেও আপনার ইন্টারনেট কানেকশন কাটবেনা বা আপনার কাজে বিঘ্ন ঘটবে না!!!!
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার অ্যাপ।
আলোচনা:মাঝে মাঝে নেট চালাতে গিয়ে হঠাৎ করে কল আসে এবং নেট কানেকশন বন্ধ হয়ে ডাউনলোড বা ব্রাউজিং বন্ধ হয়ে যায়।৫১২ রেমে তো অপেরা অনেক সময় ডার্ক ই হয়ে যায় যেটা খুব বিরক্তিকর! আবার একটা কল আসলো যেটা আপনি ধরতে চাচ্ছেনা না আবার লাইন কেটে দিতেও চাচ্ছেন না আর পাশাপাশি আপনার জরুরী কাজ টাও আপনি চালিয়ে যেতে চাচ্ছেন!!সেই সময় আপনি কি করবেন?
আপনার এই সমস্ত প্রবলেমের সমাধান ছোট একটি অ্যাপের মাধ্যমেই করা সম্ভব।অনেকেই ই জানেন আবার অনেকে জানেন না।যেহেতু এটা লেটেস্ট ভার্সন সেহেতু সবাই সংগ্রহে রাখতে পারেন অ্যাপটি।তো চলুন জেনে নেই এপটির আত্মকথা!!
.
অ্যাপের নাম:Call Heads.apk
ভার্সন :1.4 Beta
সাইজ:2.15 MB
রিকোয়ারস:Android 2.3 and Up
.
বিস্তারিত :বিস্তারিত ভাবে বলার তেমন কিছু নেই,আলোচনাতেই সব বুঝে গেছেন সবাই।অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন।টিঊটোরিয়াল গুলো পড়ুন ব্যাস কাজ শেষ।আপনি চাইলে সেটিং থেকে এর লুকিং, পার্ফমেন্স এ পরিবর্তন আনতে পারবেন।ভালভাবে বুঝতে ছবিটি দেখুন, এক পাশে গেম খেলা হচ্ছে আরেক পাশে বেচারী কল দিয়ে মরছে!!এই টিউন লেখার সময় ও কল দিছিলো আমিও ওমন করে রাখছি । কারণ ফোন রিসিভ করলে কলার আইডির পিক এসে অপেরা থেকে বের করে দিতো।সো আশা করি সবাই খুব ক্লিয়ার ভাবেই বুঝে গেছেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করার সময় টিক চিহ্ন টা উঠিয়ে ডাউনলোড করবেন।
ধন্যবাদ।
আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার অ্যাপ।
আলোচনা:মাঝে মাঝে নেট চালাতে গিয়ে হঠাৎ করে কল আসে এবং নেট কানেকশন বন্ধ হয়ে ডাউনলোড বা ব্রাউজিং বন্ধ হয়ে যায়।৫১২ রেমে তো অপেরা অনেক সময় ডার্ক ই হয়ে যায় যেটা খুব বিরক্তিকর! আবার একটা কল আসলো যেটা আপনি ধরতে চাচ্ছেনা না আবার লাইন কেটে দিতেও চাচ্ছেন না আর পাশাপাশি আপনার জরুরী কাজ টাও আপনি চালিয়ে যেতে চাচ্ছেন!!সেই সময় আপনি কি করবেন?
আপনার এই সমস্ত প্রবলেমের সমাধান ছোট একটি অ্যাপের মাধ্যমেই করা সম্ভব।অনেকেই ই জানেন আবার অনেকে জানেন না।যেহেতু এটা লেটেস্ট ভার্সন সেহেতু সবাই সংগ্রহে রাখতে পারেন অ্যাপটি।তো চলুন জেনে নেই এপটির আত্মকথা!!
.
অ্যাপের নাম:Call Heads.apk
ভার্সন :1.4 Beta
সাইজ:2.15 MB
রিকোয়ারস:Android 2.3 and Up
.
বিস্তারিত :বিস্তারিত ভাবে বলার তেমন কিছু নেই,আলোচনাতেই সব বুঝে গেছেন সবাই।অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন।টিঊটোরিয়াল গুলো পড়ুন ব্যাস কাজ শেষ।আপনি চাইলে সেটিং থেকে এর লুকিং, পার্ফমেন্স এ পরিবর্তন আনতে পারবেন।ভালভাবে বুঝতে ছবিটি দেখুন, এক পাশে গেম খেলা হচ্ছে আরেক পাশে বেচারী কল দিয়ে মরছে!!এই টিউন লেখার সময় ও কল দিছিলো আমিও ওমন করে রাখছি । কারণ ফোন রিসিভ করলে কলার আইডির পিক এসে অপেরা থেকে বের করে দিতো।সো আশা করি সবাই খুব ক্লিয়ার ভাবেই বুঝে গেছেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করার সময় টিক চিহ্ন টা উঠিয়ে ডাউনলোড করবেন।
ধন্যবাদ।
ফেসবুকের মাধ্যমে ১০দিক থেকে বিপদে পরতে পারেন আপনি
........................................
১) ফেসবুক এসে যাওয়ায়, আপনার মিথ্যে কথা বলা ধরা পড়ে যায় খুব তাড়াতাড়ি। আপনি হয়তো বলেন যে, আপনি পড়াশোনা করছেন এখনও।
অথচ, আপনার কোনও বন্ধু অফিস পার্টির ছবিতে আপনাকে ট্যাগ করে দিল। ব্যাস, আপনি ধরা পড়ে গেলেন! আপনি নিজে না হয় কিছু পোস্ট করলেন না। কিন্তু কেউ ট্যাগ করে দিলে আপনি জানবেন কীভাবে!
২) ফেসবুকে মানুষের সম্পর্ক বাড়ে, কমে। সম্পর্ক তৈরি হয়। ভাঙে। তাই যারা ফেসবুক বেশি ব্যবহার করে, তাদের আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে, গবেষকরা এমনটাই বলছে।
৩) ফেসবুকের জন্য আপনি অনেক কপি রাইটের ঝামেলায় পড়ে যেতে পারেন। এমন অনেক ভিডিও থাকে।
যেগুলোর কপিরাইট আছে। আপনি হয়তো না জেনেই কিছু শেয়ার করে ফেললেন। আসলে আপনি নিজের সমস্যা নিজেই ডেকে আনলেন!
৪) ফেসবুকে আপনি বেশি সময় কাটান, তাই ফেসবুকে তো আপনার বন্ধুর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু এতে আপনার বাস্তব জীবনের বন্ধুরা দূরে চেল যায়, যারা ফেসবুকে খুব একটা বসেন না! এটাও তো একটা সমস্যা।
৫) ফেসবুক বেশি ব্যবহার করলে আপনার শরীরের ক্ষতি হয়।
কোনওকিছুই বেশি করা ভালো নয়।
আর ফেসবুক তো একটা নেশার মতো।
বেশি অনলাইন থাকা মানেই, কম ঘুম।
কম বিশ্রাম। শরীর খারাপ তো হবেই।
৬) ফেসবুকের জন্য আপনার সম্পর্কে মানুষের ধারণা বদলে যেতে পারে।
আপনি হয়তো নিজের ছবি না দিয়ে অন্য ছবি ব্যবহার করেন। কিন্তু যেই মানুষ আপনাকে সামনে থেকে চিনে গেল, আপনার ইমেজে কিন্তু বড় ধাক্কা লাগবে।
৭) ফেসবুকের নেশা আছে যাদের, তাদের অনেকেরই আসল নেশা হল নিত্য নতুন গেমস। এগুলোর জন্য আপনার সব কাজ পণ্ড হতে পারে।
৮) ফেসবুকের জন্য অনেকেরই অবসাদ আসছে। এখানে নতুন সম্পর্ক তৈরি হয়। তেমনই সম্পর্ক নষ্টও তো হয়। তাই বাড়ে অবসাদ।
৯) এমনিতে আপনি হয়তো দুটো সম্পর্ক দিব্যি চালিয়ে যাচ্ছেন।
কিন্তু ফেসবুকে এসব করতে গেলে ঠিক ধরা পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কোনও সম্পর্কই থাকবে না!
১০)চাকরির ইন্টারভিউ দিয়েছেন হয়তো। তাদের আপনাকে পছন্দ।
কিন্তু মানুষ হিসেবে আপনি কেমন, এটা জানার জন্য তারা আপনার প্রোফাইল চেক করল। আর দেখল আপনি মদ খেয়ে পড়ে থাকার ছবিও পোস্ট করেছেন। ব্যাস গেল আপনার চাকরি! ভাই এই পোষ্ট যদি আপনার ভালো লাগে তাহলে একবার গরিবের YOUTUBE থেকে ঘুরে আসুন
ফেসক তো খুব ব্যবহার করেন।.................................................................
অনেকটা সময় কাটান। ফেসবুকের ভালো তো অনেক কিছু আছে। কিন্তু, খারাপও কম নয়। ফেসবুকের এমন ১০ টা জিনিস জেনে নিন, যা আপনাকে সমস্যায় ফেলে।১) ফেসবুক এসে যাওয়ায়, আপনার মিথ্যে কথা বলা ধরা পড়ে যায় খুব তাড়াতাড়ি। আপনি হয়তো বলেন যে, আপনি পড়াশোনা করছেন এখনও।
অথচ, আপনার কোনও বন্ধু অফিস পার্টির ছবিতে আপনাকে ট্যাগ করে দিল। ব্যাস, আপনি ধরা পড়ে গেলেন! আপনি নিজে না হয় কিছু পোস্ট করলেন না। কিন্তু কেউ ট্যাগ করে দিলে আপনি জানবেন কীভাবে!
২) ফেসবুকে মানুষের সম্পর্ক বাড়ে, কমে। সম্পর্ক তৈরি হয়। ভাঙে। তাই যারা ফেসবুক বেশি ব্যবহার করে, তাদের আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে, গবেষকরা এমনটাই বলছে।
৩) ফেসবুকের জন্য আপনি অনেক কপি রাইটের ঝামেলায় পড়ে যেতে পারেন। এমন অনেক ভিডিও থাকে।
যেগুলোর কপিরাইট আছে। আপনি হয়তো না জেনেই কিছু শেয়ার করে ফেললেন। আসলে আপনি নিজের সমস্যা নিজেই ডেকে আনলেন!
৪) ফেসবুকে আপনি বেশি সময় কাটান, তাই ফেসবুকে তো আপনার বন্ধুর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু এতে আপনার বাস্তব জীবনের বন্ধুরা দূরে চেল যায়, যারা ফেসবুকে খুব একটা বসেন না! এটাও তো একটা সমস্যা।
৫) ফেসবুক বেশি ব্যবহার করলে আপনার শরীরের ক্ষতি হয়।
কোনওকিছুই বেশি করা ভালো নয়।
আর ফেসবুক তো একটা নেশার মতো।
বেশি অনলাইন থাকা মানেই, কম ঘুম।
কম বিশ্রাম। শরীর খারাপ তো হবেই।
৬) ফেসবুকের জন্য আপনার সম্পর্কে মানুষের ধারণা বদলে যেতে পারে।
আপনি হয়তো নিজের ছবি না দিয়ে অন্য ছবি ব্যবহার করেন। কিন্তু যেই মানুষ আপনাকে সামনে থেকে চিনে গেল, আপনার ইমেজে কিন্তু বড় ধাক্কা লাগবে।
৭) ফেসবুকের নেশা আছে যাদের, তাদের অনেকেরই আসল নেশা হল নিত্য নতুন গেমস। এগুলোর জন্য আপনার সব কাজ পণ্ড হতে পারে।
৮) ফেসবুকের জন্য অনেকেরই অবসাদ আসছে। এখানে নতুন সম্পর্ক তৈরি হয়। তেমনই সম্পর্ক নষ্টও তো হয়। তাই বাড়ে অবসাদ।
৯) এমনিতে আপনি হয়তো দুটো সম্পর্ক দিব্যি চালিয়ে যাচ্ছেন।
কিন্তু ফেসবুকে এসব করতে গেলে ঠিক ধরা পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কোনও সম্পর্কই থাকবে না!
১০)চাকরির ইন্টারভিউ দিয়েছেন হয়তো। তাদের আপনাকে পছন্দ।
কিন্তু মানুষ হিসেবে আপনি কেমন, এটা জানার জন্য তারা আপনার প্রোফাইল চেক করল। আর দেখল আপনি মদ খেয়ে পড়ে থাকার ছবিও পোস্ট করেছেন। ব্যাস গেল আপনার চাকরি! ভাই এই পোষ্ট যদি আপনার ভালো লাগে তাহলে একবার গরিবের YOUTUBE থেকে ঘুরে আসুন
ফেসবুক থেকে Delete হয়ে যাওয়া Photo, Massage,Video কিভাবে ফেরত পাওয়া যায় জেনে নিনে এখনি with স্কিনশর্ট(Apace sarkar)
সবাই কেমন আছেন?
সব সময় ভালো থাকুন এই কামনা করি
আমরা আনেকেই রাগ করে বা অন্য কোন কারনে ফেসবুক থেকে পছন্দের ফটো পিকচার, ম্যসেজ,ভিডিও ডিলিট করে ফেলি কিন্তু সেটা পরে আবার প্রয়োজন হয়ে পড়ে। কিভাবে আমরা ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো পিকচার, ম্যসেজ,ভিডিও রিকভার করতে পারি বা ফিরে পেতে পারি সেটা আজ আপনাদের দেখাবো।
এই কাজটি করতে অব্যসই আপনাকে গুগল ক্রম করতে হবে ব্রাউজার থেকে আপনাকে ডেক্সটপ ভার্সন এক্টিভ করুন তারপর ফেসবুকে লগিন করার পর ডানপাশের কর্নার থেকে সেটিং এ যেতে হবে।
নিচের পিকচার টি দেখুন।
সেটিং এ যাওয়ার পর Dowanload a copy এই রকম একটি লিংক পাওয়া যাবে। নিচের পিকচার টি দেখুন।

লিংক টি তে ক্লিক করলে আপনার মেইলে একটি রিকয়েষ্ট লিংক যাবে। এরপর মেইল ওপেন করতে হবে। মেইলে ওপেন করলে একটি রিকয়েষ্টেট লিংক পাওয়া যাবে। লিংকটি ওপেন করলে আপনার ফেসবুকের পাসওয়াট চাইবে। পাসওয়াট দেওয়ার পর একটি ডাউনলোড বাটন পাওয়া যাবে। এই বাটনে ক্লিলিক করলে ডাউনলোড হবে।
ডাউনলোড ওপেন করে আনজিপ করতে হবে। এর মাঝে চারটি ফোল্ডার পাওয়া যাবে। html, Photo, Video, Index. Photo এর মাঝে পিকচার ফটো গুলো পাওয়া যাবে। Video এর মাঝে ভিডিও পাওয়া যাবে। ফাইল ওপেন করলে আপনার সম্পর্ন প্রফাইল টি দেখা যাবে। এর মাঝে ম্যসেজ গুলো পাওয়া যাবে।
ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর টিউন উপহার দিতে পারি। এবং YOUTUBE এর সাথেই থাকবেন।
সৌজন্যে Apace sarkar
আমরা আনেকেই রাগ করে বা অন্য কোন কারনে ফেসবুক থেকে পছন্দের ফটো পিকচার, ম্যসেজ,ভিডিও ডিলিট করে ফেলি কিন্তু সেটা পরে আবার প্রয়োজন হয়ে পড়ে। কিভাবে আমরা ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো পিকচার, ম্যসেজ,ভিডিও রিকভার করতে পারি বা ফিরে পেতে পারি সেটা আজ আপনাদের দেখাবো।
এই কাজটি করতে অব্যসই আপনাকে গুগল ক্রম করতে হবে ব্রাউজার থেকে আপনাকে ডেক্সটপ ভার্সন এক্টিভ করুন তারপর ফেসবুকে লগিন করার পর ডানপাশের কর্নার থেকে সেটিং এ যেতে হবে।
নিচের পিকচার টি দেখুন।
লিংক টি তে ক্লিক করলে আপনার মেইলে একটি রিকয়েষ্ট লিংক যাবে। এরপর মেইল ওপেন করতে হবে। মেইলে ওপেন করলে একটি রিকয়েষ্টেট লিংক পাওয়া যাবে। লিংকটি ওপেন করলে আপনার ফেসবুকের পাসওয়াট চাইবে। পাসওয়াট দেওয়ার পর একটি ডাউনলোড বাটন পাওয়া যাবে। এই বাটনে ক্লিলিক করলে ডাউনলোড হবে।
ডাউনলোড ওপেন করে আনজিপ করতে হবে। এর মাঝে চারটি ফোল্ডার পাওয়া যাবে। html, Photo, Video, Index. Photo এর মাঝে পিকচার ফটো গুলো পাওয়া যাবে। Video এর মাঝে ভিডিও পাওয়া যাবে। ফাইল ওপেন করলে আপনার সম্পর্ন প্রফাইল টি দেখা যাবে। এর মাঝে ম্যসেজ গুলো পাওয়া যাবে।
ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর টিউন উপহার দিতে পারি। এবং YOUTUBE এর সাথেই থাকবেন।
সৌজন্যে Apace sarkar
Subscribe to:
Posts (Atom)