Monday, May 30, 2016

আপনার সিমটি আজকেই নিজে নিজেই রি-রেজিস্ট্রেসন করে ফেলুন। আপাতত বন্ধ হওয়া থেকে সিমটি রক্ষা করুন।নয়তোবা সিমটি বাতিল হয়ে যেতে পারে

আসসালামু আলাইকুম।
আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই আর আল্লাহর রহমতে অনেক  অনেক ভাল আছি।
আজ নিয়ে এলাম একটি প্রয়োজনীয় টিউন যা সকলের জন্য খুব ই গুরুত্বপূর্ণ।
এতদিনে নিশ্চই জেনে গেছেন যে সরকার সিম নিয়ে উঠে পরে লেগেছে।বর্তমানে সবাই কম বেশি সিম ব্যবহার করেন,কিন্তু সবার সিম ই কি রেজিস্ট্রেশন করা?আবার অনেকে এক সাথে ৪-৫ টা সিম ব্যবহার করেন। সমস্যা হয় তখন যখন এই অনিবন্ধিত সিম গুলো দিয়ে কিছু বিকৃত রুচির মানুষ বিভিন্ন অপারাধ কাজ করে থাকে।
কিন্তু এসকল মানুষ খুজে পাওয়া কষ্ট হয়ে যায়,সিমের আসল মালিক থাকে ধরা ছোয়ার বাহিরে,তাদের কে আর শাস্তি দেয়ার কোন সিস্টেম থাকে না,কেননা তাদের সিমের সকল তথ্যই থাকে ভুলে ভরা।বিক্রেতারা একটি মাত্র ভোটার আই ডি কার্ড দিয়ে অনেক গুলো সিম লাইসেন্স করে থাকে,যার ফলে ঘটতে থাকে বিভিন্ন জালিয়াতি,অপরাধ। আর অপরাধকারীরা থাকে ধরার বাহিরে।
তাই আমাদের সরকার এগুলোর বিরুদ্ধে উঠে পরে লেগেছেন,এগুলোকে প্রতিরোধ করার জন্য আগামী ১৫ নভেম্বর এর মধ্য সকল সিম [নিবন্ধিত এবং অনিবন্ধিত] পুনরায় নিবন্ধন করতে হবে।।
আর তা যথা সময়ে না হলে সিম বন্ধ করে দেয়া হবে।তাই এ সমস্যা যেনো না হয় আগে থেকেই ব্যবস্থা গ্রহন করা উচিত।


সিম নিবন্ধন অনেকের কাছে জটিল মনে হতে পারে,তবে এই জটিল কাজ কে কিছুটা সহজ করার জন্য নিয়ে এলাম ছোট্ট একটি এপ,যার মাধ্যমে নির্দেশনা অনুসরণ করেই খুব সহজে আপনার সিম নিবন্ধিত করতে পারবেন।এর জন্য আপনাকে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। তো আর কথা বাড়িয়ে লাভ নেই এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন।


App Name: Sim Registration Bangladesh
Size: 2mb
click here to dawnload
তো কেমন লাগলো আমার এই টিউনটি? আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকবে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন,সুস্থ থাকুন আর সবসময় প্রযুক্তি তথা টেকটিউনের সাথে থাকুন।

No comments:

Post a Comment