Tuesday, May 31, 2016

আপনার ফোন থেকেই শুনে নিন অন্যরা ফোনে কে কি কথা বলছে। আর একটু গোয়েন্দা গিরি করেন।

আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে???? আশা করি ভালই আছেন। টাইটেলটা তো দেখেছেনই তো চলুন সরাসরি টিউনে চলে যাই। এবার আপনার ফোন দিয়ে শুনবেন বন্ধু,বান্ধব বা অন্য যে কারও কথা। আজকে আমি আপনাদের সাথে দারুন একটি টিপস শেয়ার করবো হয়তো অনেকে পুর্বে থেকে জানেন। যারা জানেন না তাদের জন্য আজকের এই টিপস। আপনার কি সন্দেহ আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কিংবা অন্য কারো ওপর? আপনি কি মনে করেন আপনার পরিচিত সেই ব্যক্তিটি আপনার অনুপস্হিতিতে অন্য কারো সাথে কথা বলে, যা আপনার কাম্য নয়। আপনি কি জানতে চান কি কথা বলে তাহলে এই অ্যাপস আপনার জন্যই। এই অ্যাপসটি যাকে আপনি সন্দেহ করেন, তার ফোনে ইন্সটল করে দিন ব্যাস আপনার কাজ শেষ। এখুন শুনুন সে কি কথা বলে অন্যদের সাথে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অ্যাপটি যেভাবে কাজ করেঃ অ্যাপটি প্রথমে ফোন এর সকল কল রেকর্ড করে তারপর আপনি রেকর্ড এর জন্যে অনুরোধ করলে আপসটি সকল রেকর্ড সার্ভারে আপলোড করে দেয়। ডাউনলোড করার সময় টিক টা উঠিয়ে Download এ ক্লিক করবেন ] Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন। আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাল লাগবে। অনেকেই হয়ত এমন অ্যাপ ই খুজতেছিলেন। তাই আজ পেয়ে গেলেন। নিয়মিত এই ধরনের গুরুত্তপুর্ন অ্যাপ পেতে Techtunes এর সাথে নিয়মিত থাকুন। যদি কোন সমস্যা হয় আমাকে জানাতে পারেন। তাহলে আজকে আর নয়। অনেক বক বক করলাম। আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ছোটো ভাই হিসেবে। দেখা হবে আগামী টিউনে, অন্য কোন বিষয়/চমক নিয়ে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন। ধন্যবাদ Apacesarkar এর সাথে থাকার জন্য। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

No comments:

Post a Comment